তথ্যভাণ্ডার

৩ বছরের রেণুকে বিয়ে করেন ১২ বছরের মুজিব

বাংলাদেশের একজন প্রয়াত রাজনৈতিক নেতা শেখ মুজিবুর রহমান(১৯২০-১৯৭৫) বিবাহ করেন ৩ বছর বয়সী শেখ ফজিলাতুন্নেছাকে(১৯৩০-১৯৭৫) এবং তখন তার নিজেরই বয়স ছিলো ১২-১৩ বছর। তার নিজের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’-তে সেই কথা উল্লেখ করেছেন তিনি।

বঙ্গবন্ধুর বাল্যবিবাহ
অসমাপ্ত আত্মজীবনী, পৃ ৭

লেখা আছে,

একটা ঘটনা লেখা দরকার, নিশ্চয়ই অনেকে আশ্চর্য হবেন। আমার যখন বিবাহ হয় তখন আমার বয়স বার তের বছর হতে পারে। রেণুর বাবা মারা যাবার পরে ওর দাদা আমার আব্বাকে ডেকে বললেন, “তোমার বড় ছেলের সাথে আমার এক নাতনীর বিবাহ দিতে হবে। কারণ, আমি সমস্ত সম্পত্তি ওদের দুই বোনকে লিখে দিয়ে যাব।” রেণুর দাদা আমার আব্বার চাচা। মুরব্বির হুকুম মানার জন্যই রেণুর সাথে আমার বিবাহ রেজিস্ট্রি করে ফেলা হল। আমি শুনলাম আমার বিবাহ হয়েছে। তখন কিছুই বুঝতাম না, রেণুর বয়স তখন বোধহয় তিন বছর হবে। রেণুর যখন পাঁচ বছর বয়স তখন তার মা মারা যান।[1]শেখ মুজিবুর রহমান, অসমাপ্ত আত্মজীবনী, পৃ ৭, মুদ্রণ ২০১৫, দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড

আন্তর্জাতিক ব্যবহারের জন্য ইংরেজি অনুবাদ,

Child Marriage of Sheikh Mujibur Rahman
The Unfinished Memoirs

When I  got married I must have been around thirteen years old. After Renu’s father died, her grandfather called my father and said, ‘You will have to marry off your eldest son to one of my granddaughters. This is because I intend to bequeath all my property to my two granddaughters.’ Renu’s grandfather was my father’s uncle and I had to marry her because of my father’s command. The marriage ceremony was confined to an official registration. All I could gather about the event was that I had been married off. I was not able to comprehend the implications of the act. Renu herself was three years old then. When she was five years old her mother died.[2]Sheikh Mujibur Rahman, The Unfinished Memoirs, Page 6, The University Press Ltd.

[আমাদের তথ্যভাণ্ডার নিরপেক্ষভাবে ব্যবহার করুন।]
Read More…
বাইবেল অনুযায়ী যিশু বা ঈসা (আঃ) ক্রুশবিদ্ধ হন নি

Footnotes

Footnotes
1 শেখ মুজিবুর রহমান, অসমাপ্ত আত্মজীবনী, পৃ ৭, মুদ্রণ ২০১৫, দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড
2 Sheikh Mujibur Rahman, The Unfinished Memoirs, Page 6, The University Press Ltd.

Tahsin Arafat

Editor-in-Chief, FromMuslims
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
FromMuslims We would like to show you notifications for the latest updates.
Dismiss
Allow Notifications