হিন্দুধর্ম

হিন্দুধর্মে মানুষের মাংস খাওয়া এবং পূজায় ব্যবহার – বীভৎস ক্যানিবালিজম

ক্যানিবালিজম বা নরমাংস ভক্ষণ মানে হচ্ছে মানুষের আচরণ যেখানে একজন মানুষ আরেকজনের মাংস ভক্ষণ করে।[1]নরমাংস ভক্ষণ – উইকিপিডিয়া, Accessed May 27, 2023 https://bn.wikipedia.org/wiki/নরমাংস_ভক্ষণ হিন্দু ধর্মে ঐতিহাসিকভাবেই এই মানুষের মাংস খাওয়া ধর্মগ্রন্থে মজ্জাগতভাবে ভর্তি। আসুন তারই কিছু নমুনা দেখা যাক।

ক্ষুধার ঠেলায় মানুষের মাংস খাওয়ায় পাপ নেই

মনুসংহিতায় আছে যে বেশি ক্ষুধা লাগলে মানুষের মাংসও খাওয়া যাবে, এবং তখন মানুষ খুন করাও হালাল!

হিন্দুধর্মে মানুষের মাংস খাওয়া এবং পূজায় ব্যবহার - বীভৎস ক্যানিবালিজম

পুরাকালে অজীগর্ত নামক ঋষি ক্ষুধায় কাতর হ’য়ে ক্ষুধার প্রতিকার করার উদ্দেশ্যে অন্য কোনও উপায় না দেখে নিজ পুত্র শুনঃশেফকে বধ করতে উদ্যত হয়েছিলীন। অথচ সেকারণে তিনি কোনরকম পাপগ্রস্থ হন নি।[2]মনুসংহিতা ১০/১০৫, অনুবাদঃ মানবেন্দু বন্দোপাধ্যায়

শত্রু ধ্বংস করার জন্য মানুষের মাংস নিয়ে মন্ত্রপাঠ

এর উল্লেখ আছে অগ্নিপুরাণে,

হিন্দুধর্মে মানুষের মাংস খাওয়া এবং পূজায় ব্যবহার - বীভৎস ক্যানিবালিজম হিন্দুধর্মে মানুষের মাংস খাওয়া এবং পূজায় ব্যবহার - বীভৎস ক্যানিবালিজম

শ্মশানে নিশাকালে নগ্ন নর মুক্তশিখ ও দক্ষিণাস্য হইয়া নরমাংস রুধির বিষ্ঠাতুষ অস্থিখণ্ড মিশ্রিত করিয়া তদ্দ্বারা শত্রুনাম উল্লেখে “ওঁ নমো ভগবতি” ইত্যাদি মন্ত্রে অষ্টত্তর শতসংখ্যক হোম করিলে ক্ষণকাল মধ্যে শত্রু দগ্ধ হইয়া যায়। “ওঁ বজ্রকায় বজ্রতুণ্ড” ইত্যাদি মন্ত্রে অষ্টত্রিংশৎ শত জপ করিলে পটে সর্ব্বকর্ম্মকারি হনুমান দর্শন হয় এবং তাহাতে শত্রু সৈন্যভঙ্গ হয়।[3]অগ্নিপুরাণ ১২৫/৪৯-৫১

ইংরেজি অনুবাদ,

I shall describe rites relating to fire which ensures victory in battle etc. The votary should remain nude, have the tuft untied, face the south and offer human flesh, blood and poison mixed with chaff of grain, pieces of bone as oblations to fire kindled with logs of wood at the cremation ground in the night uttering the name of the enemy one hundred and eight times. “Oṃ obeisance to Goddess Kaumāri! (You) dally, (You) coax! O Ghaṇṭādevī! (You) kill this person at once. Obeisance to you O Goddess of knowledge! Oblations.” By oblations made with this formula the enemy gets fettered.[4]https://www.wisdomlib.org/hinduism/book/the-agni-purana/d/doc1083355.html#:~:text=south%20and%20offer-,human%20flesh,-%2C%20blood%20and%20poison

মানুষের মাংসখোর দেবী কালী এবং মানুষ বলি

কালিকাপুরাণে আছে,[5]কালিকাপুরাণ ৩৫/১৩-১৮

হিন্দুধর্মে মানুষের মাংস খাওয়া এবং পূজায় ব্যবহার - বীভৎস ক্যানিবালিজম হিন্দুধর্মে মানুষের মাংস খাওয়া এবং পূজায় ব্যবহার - বীভৎস ক্যানিবালিজম

যাহারা মৃত ব্রাহ্মণের মস্তিষ্ক মেদ মাংস সহিত কপালদ্বারা অগ্নিতে হোম করে এবং মদ্য দ্বারা দেবের পুজা করে। ১৩

মনুষ্য বলিদান, সর্ব্বদা রক্তপান, সুরাদ্বারা যজ্ঞ আচরণ, অদ্ভুত নর-কপাল ধারণ, ব্যাঘ্র চর্ম্ম পরিধান প্রভৃতি ভয়ানক কর্ম্ম  করত কপাল ব্রতধারী হইয়া প্রতিদিন ভৈরবের পূজা করে, ইহাদের আরাধ্য কপালধারী ভৈরব, মহাভৈরব নামে প্রসিদ্ধ। ১৪-১৬

নবসূর্য্যসমদ্যুতি অষ্টাদশবাহুবিশিষ্ট, আরক্তলোচন ভয়ংকর-শব্দকারিণী-কালী প্রচণ্ডা প্রভৃতির সহিত সর্ব্বদা ক্রীড়াপরায়ণ, অত্যুষ্ণ মনুষ্য-মাংস-ভোজী, মৃতমনুষ্যের হস্তমালাদ্বারা পরিবৃতকন্ঠ। ১৭-১৮

মানে হচ্ছে, হিন্দুদের দেবী কালী গরম গরম মানুষের মাংস খায়।

নরমাংস দিয়ে শক্তিপূজা

দৈত্যরা যখন দেবতাদের কাজে বার বার বাঁধা দিচ্ছিলো তখন দৈত্যদের শায়েস্তা করতে দেবতারা মানুষের মাংস দিয়ে শক্তিপূজা করে। এটা উল্লেখিত আছে ব্রহ্মাণ্ডপুরাণে,[6]ব্রহ্মাণ্ডপুরাণ, (৪) ললিতমাহাত্ম্য, অধ্যায় ১২, শ্লোক ৬৫-৬৯ https://www.wisdomlib.org/hinduism/book/lalitopakhyana-lalita-mahatmya/d/doc362947.html#:~:text=by%20means%20of-,mahamamsa,-(great%20flesh%20i

হিন্দুধর্মে মানুষের মাংস খাওয়া এবং পূজায় ব্যবহার - বীভৎস ক্যানিবালিজম

64. Thereupon, Śakra said to them—“It was the leader of the Daityas who had come here. It is impossible to defeat him even if all of us join together.

65-66. Even if we flee, there is no place of refuge for us anywhere. Hence, we shall make a sacrificial pit one Yojana in breadth. Let it be splendid and dug perfectly well. We shall prepare the sacrificial fire in accordance with the injunction of a Mahāyāga. O Suras, we shall then worship the greatest Śakti by means of Mahāmāṃsa (great flesh i.e. human flesh).

67. We shall become Brahman or we will be able to enjoy heaven.” On being told thus, the Devas with Indra as their leader duly performed Homa by chopping off the flesh, to the chanting of Mantras.

68-69. When all the flesh of the victim had been dropped into the holy fire including feet and hands and when Devas were desirous of offering the entire body, an excellent huge mass of brilliant lustre appeared in front of them.

64. অতঃপর, শক্র তাদের বললেন- “এটি ছিল দৈত্যদের নেতা যে এখানে এসেছিলো। আমরা সবাই একত্রিত হয়েও তাকে পরাজিত করা অসম্ভব।

65-66। আমরা পালিয়ে গেলেও কোথাও আমাদের আশ্রয়ের জায়গা নেই। অতএব, আমরা প্রশস্তভাবে একটি বলিদান গর্ত এক বানাবো। এটি চমত্কার হতে দিন এবং পুরোপুরি ভাল খনন করুন। আমরা মহাযাগের আদেশ অনুসারে যজ্ঞের আগুন প্রস্তুত করব। আমরা তাহলে মহামাংসের (মহামাংস অর্থাৎ মানুষের মাংস) মাধ্যমে সর্বশ্রেষ্ঠ শক্তির পূজা করব।

67. তাতে আমরা ব্রাহ্মণ হব নতুবা স্বর্গ ভোগ করতে পারব।” এইভাবে বলা হলে, দেবতারা ইন্দ্রকে তাদের নেতা হিসাবে যথাযথভাবে মাংস কেটে, মন্ত্র উচ্চারণ করে হোম করেছিলেন।

68-69। যখন বলির সমস্ত মাংস পা-হাত সহ পবিত্র অগ্নিতে নিক্ষেপ করা হয়েছিল এবং দেবগণ যখন সমস্ত শরীর নিবেদন করতে ইচ্ছুক ছিলেন, তখন তাদের সামনে একটি দুর্দান্ত দীপ্তিময় বিশাল জনসমাগম দেখা দিল।

শ্মশানে গিয়ে মানুষের মাংসের ব্যবসা

রাজার ইচ্ছায় এবং নুপুরের আশায় অশোক মানুষের মাংস নিয়ে শ্মশানে রাক্ষসদের কাছে ব্যবসাও করেছে,[7]স্কন্দপুরাণ, (৩) ব্রহ্মখণ্ড, (১) সেতুমাহাত্ম্য, অধ্যায় ৯, শ্লোক ৩৭-৪৫

হিন্দুধর্মে মানুষের মাংস খাওয়া এবং পূজায় ব্যবহার - বীভৎস ক্যানিবালিজম

মহামতি অশোক এই প্রকার বহু চিন্তা করিয়া স্থির করিলেন, – আমি শ্মশানে গিয়া মহামাংস বিক্রয় করিব! সেখানে মন্ত্রবলে রাক্ষস, বেতাল ওঁ পিশাচ প্রভৃতিকে আহ্বান করিয়া আনিলে, সেই রাক্ষসীও নিশ্চয় তথায় আসিবে। সে আসিলে তাহাকে সবলে ধরিয়া অপর নূপূর গাছটী গ্রহন করিব। সহস্র রাক্ষস, অযুত পিশাচ বা কোটী বেতাল, আমা হেন বলবান্‌ ব্যক্তির কিছুই করিতে পারিবে না; আমি তাহাদিগকে গ্রাহ্যই করি না। এইরূপ নিশ্চয় করিয়া অশোক শ্মশানাভিমুখে গমন করিলেন। সেখানে গিয়া তিনি মন্ত্রবলে রাক্ষসদিগকে আহ্বানপূর্বক মহামাংস বিক্রয় করিতে লাগিলেন।

ইংরেজি অনুবাদ,

41-43. ‘I shall go to the cremation ground and sell human flesh. The Rākṣasas, Vetālas, Piśācas and other beings can be invoked by means of Mantras. As they come, that demoness too will come there. As soon as she comes I shall catch hold of her and seize that anklet per force. A thousand Rākṣasas, ten thousand Piśācas and ten million Vetālas are very insignificant to me: now I am powerful enough.’

44-45. After making up his mind thus, he at once went to the cremation ground. After invoking the Rākṣasas by means of Mantras, he began to hawk human flesh.[8]https://www.wisdomlib.org/hinduism/book/the-skanda-purana/d/doc423577.html

মানুষের মাংস দিয়ে ভগবতী পূজা

যুদ্ধে জেতার জন্য মানুষের মাংস দিয়ে দুর্গাপূজা করারও বিধান আছে গরুড়পুরাণে,

হিন্দুধর্মে মানুষের মাংস খাওয়া এবং পূজায় ব্যবহার - বীভৎস ক্যানিবালিজম

ত্রিমধুমিশ্রিতমহামাংস দ্বারা হোম করিবে এবং উক্ত এক এক পদ অষ্টোত্তর সহস্রবার জপ করিবে। এইরূপ হোম ও জপ করিলে সর্ব্বকার্য্য সিদ্ধি হয়। উক্ত মন্ত্রে অভিমন্ত্রিত জল, সর্যপ, ভষ্ম প্রভৃতি বিপক্ষদল-মধ্যে নিক্ষেপ করিলে যুদ্ধে জয় লাভ হয়।[9]গরুড়পুরাণ, পুর্বখণ্ড, অধ্যায় ৩৮, শ্লোক ৯-১০

ইংরেজি অনুবাদ,

This is the recitation of the Mula mantram consisting of one thousand and eight letters. Each word should be recited eight thousand times. With sessamum seeds mixed with sugar, honey and clarified butter eight thousand Homas should be performed. With human flesh, sugar, honey and clarified butter one should recite a word one thousand and eight times. With sessamum seeds, sugar, honey and clarified butter he should perform one thousand and eight Homas. Or with human flesh, honey, sugar and clarified butter he should perform all the rites. By throwing water, sessamum seeds and ashes one achieves victory in battle &c.[10]https://www.wisdomlib.org/hinduism/book/the-garuda-purana-dutt/d/doc122513.html

মানুষের মাংস দিয়ে সার বানিয়ে বাগান করা

এর উল্লেখ আছে বৃহৎসংহিতায়,

17. Mix together the shining decoction of the fruits of aṅkola, human flesh, the milk of the goat and oil cakes. Use the mixture as manure to the seed of the mango put into the soil. The seed will grow out as a spreading creeper like and will bear fruits at all times.

১৭. আঙ্কোলের ফলের উজ্জ্বল ক্বাথ, মানুষের মাংস, ছাগলের দুধ এবং তেলের কেক একসাথে মেশান।  মিশ্রণটি সার হিসেবে ব্যবহার করে আমের বীজ মাটিতে দিন।  বীজটি একটি ছড়ানো লতার মতো বেড়ে উঠবে এবং সর্বদা ফল দেবে।[11]Brihat Samhita by N. Chidambaram Iyer, Chapter 55, Notes Part, Verse 17 https://www.wisdomlib.org/hinduism/book/brihat-samhita/d/doc229299.html#:~:text=fruits%20of%20a%E1%B9%85kola%2C-,human%20flesh,-%2C%20the%20milk%20of

এই সিরিজের অংশ হিসেবে আমরা পরবর্তীতে মানুষ বলি, পুরুষমেধ যজ্ঞ এসব নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এখন আমরা কিছু বাস্তব ঘটনা দেখে নেই।

বাস্তব উদাহরণ

অথচ এই হিন্দুরাই মুসলিমদের খুন করে বেড়ায় মুসলিমরা গোরুর গোশত খায় বলে!

আরও পড়ুনঃ

Cannibalism and Necrophilia in Traditional Hinduism: The Case of Kali

    Footnotes

    Footnotes
    1নরমাংস ভক্ষণ – উইকিপিডিয়া, Accessed May 27, 2023 https://bn.wikipedia.org/wiki/নরমাংস_ভক্ষণ
    2মনুসংহিতা ১০/১০৫, অনুবাদঃ মানবেন্দু বন্দোপাধ্যায়
    3অগ্নিপুরাণ ১২৫/৪৯-৫১
    4https://www.wisdomlib.org/hinduism/book/the-agni-purana/d/doc1083355.html#:~:text=south%20and%20offer-,human%20flesh,-%2C%20blood%20and%20poison
    5কালিকাপুরাণ ৩৫/১৩-১৮
    6ব্রহ্মাণ্ডপুরাণ, (৪) ললিতমাহাত্ম্য, অধ্যায় ১২, শ্লোক ৬৫-৬৯ https://www.wisdomlib.org/hinduism/book/lalitopakhyana-lalita-mahatmya/d/doc362947.html#:~:text=by%20means%20of-,mahamamsa,-(great%20flesh%20i
    7স্কন্দপুরাণ, (৩) ব্রহ্মখণ্ড, (১) সেতুমাহাত্ম্য, অধ্যায় ৯, শ্লোক ৩৭-৪৫
    8https://www.wisdomlib.org/hinduism/book/the-skanda-purana/d/doc423577.html
    9গরুড়পুরাণ, পুর্বখণ্ড, অধ্যায় ৩৮, শ্লোক ৯-১০
    10https://www.wisdomlib.org/hinduism/book/the-garuda-purana-dutt/d/doc122513.html
    11Brihat Samhita by N. Chidambaram Iyer, Chapter 55, Notes Part, Verse 17 https://www.wisdomlib.org/hinduism/book/brihat-samhita/d/doc229299.html#:~:text=fruits%20of%20a%E1%B9%85kola%2C-,human%20flesh,-%2C%20the%20milk%20of
    12Pandey, S. (2019, January 7). ACT OF CANNIBALISM – A man killed his mother cut her into pieces and then drank blood from her Body – News Leak Centre. News Leak Centre. https://www.newsleakcentre.com/act-of-cannibalism-a-man-killed-his-mother-cut-her-into-pieces-and-then-drank-blood-from-her-body/
    13ভাগ্য ফেরাতে নরবলি, মানুষের মাংস ভক্ষণ. Newsbangla24. https://www.newsbangla24.com/international/209461/Human-flesh-eats-human-flesh-to-return-fortune

    ইন্দো আর্য

    ফাইভ পাশ, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, ইন্ডিয়া Join: t.me/HinduDhormo
    1 1 vote
    Article Rating
    Subscribe
    Notify of
    guest
    0 Comments
    Inline Feedbacks
    View all comments
    Back to top button
    FromMuslims We would like to show you notifications for the latest updates.
    Dismiss
    Allow Notifications