নাস্তিক্যধর্ম

সাড়ে তিন হাজার ধর্মের মাঝে কোন ধর্মটি সঠিক? – একটি অযৌক্তিক “যুক্তি”

নাস্তিকদের প্রো ম্যাক্স লজিকাল প্রশ্নঃ

“পৃথিবীতে তিন হাজার ধর্ম, আমি কোনটা নিবো? একটা ধর্মের সঠিক হওয়ার সম্ভাবনা তিন হাজার ভাগের একভাগ।”

আসুন দেখি তাদের প্রশ্ন কতটুকু যৌক্তিকঃ

সম্ভাবনার আধিক্য কি সত্য না থাকা প্রমাণ করে?

বাস্তবিক ক্ষেত্রে সম্ভাবনাই কি সব? অপশনের আধিক্য কি উত্তরহীনতার কারণ হয়ে উঠে?
ধরুন, আপনি পঞ্চাশ হাজারটি গর্ত করলেন। পেছন ফিরে একটি বল ছুড়ে মারলেন। যেকোনো একটিতে গিয়ে পড়লো। এখন কোনো একটি গর্তে বলটি থাকার চান্স ১/৫০০০০। তার মানে কি এই যে বলটি কোনো গর্তেই নেই?

সব ধর্মই কি একই দাঁড়িপাল্লায় মাপা যায়?

তাদের মতে সব ধর্মই একরকম। তাই সবার ক্ষেত্রেই সম্ভাবনা একরকম।
কিন্তু বাস্তবে কি তাই?
আপনার সামনে তিনটা গোয়ালঘর, তিনটা চায়ের সাইজের কাপ। এখন একটি গোরু এগুলোর যেকোনোটির মধ্যে পাওয়ার চান্স কতটুকু?
তাদের লজিকে ১/৬।
কিন্তু বাস্তবে কি তাই?
চায়ের কাপে কি আস্ত গোরু থাকা সম্ভব?
তাই চায়ের কাপের ক্ষেত্রে সেই চান্স ০।
আর গোয়ালঘরে ১/৩।
সাড়ে তিন হাজার ধর্মের মাঝে কোন ধর্মটি সঠিক? - একটি অযৌক্তিক "যুক্তি"
আপনাকে আবশ্যই কম্পেয়ার করে দেখতে হবে।
আসুন কম্পেয়ার-এর নমুনা দেখাই।
  • তালিকা থেকে সবার আগেই বাদ যাবে সৃষ্টির উপাসনা করা ধর্মগুলো (you know), অর্থাৎ প্যান্থেইস্ট ধর্ম।
  • বৌদ্ধ দর্শনও বাদ যাবে, কারণ এটার সাথে নাস্তিক্যের তেমন একটা পার্থক্য নেই।
  • তারপর বাদ যাবে একাধিক ঈশ্বর দাবি করা ধর্মগুলো (যেমনঃ ট্রিনিটি, তেত্রিশ কোটি…), কারণ তাতে সকলেই ধ্বংস হয়ে যেতো প্রাধান্য বিস্তারে।
  • শেষে একেশ্বরবাদী ধর্মগুলোই থাকবে।
  • দলিলের তুলনামূলক বিশুদ্ধতায় তারপর লিস্টে থাকবে আব্রাহামিক ধর্মগুলো।
  • তারপর মাত্র কয়েকটা থেকে আপনার সঠিকটা খুঁজে পেতে তেমন বেগ পেতে হবে না।
  • কোনটার দলিল কী, ইতিহাসে প্রভাব কেমন ইত্যাদি শেখার পর শেষমেষ একটা অবস্থানেই দাঁড়াতে হবে…
Read More…
নাস্তিকতা কি স্বভাবজাত? নাকি আস্তিকতা?

Tahsin Arafat

Editor-in-Chief, FromMuslims
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
FromMuslims We would like to show you notifications for the latest updates.
Dismiss
Allow Notifications