বেদের বেশিরভাগই হারিয়ে গেছে – স্বামী বিবেকানন্দ
বেদের বেশিরভাগই হারিয়ে গেছে – এই মর্মে হিন্দু পণ্ডিত স্বামী বিবেকানন্দের স্বীকারোক্তি
স্বামী বিবেকানন্দ
স্বামী বিবেকানন্দ একজন হিন্দু সন্ন্যাসী ও ধর্মপ্রচারক।[1]স্বামী বিবেকানন্দ – বাংলা উইকিপিডিয়া হিন্দুধর্মানুসারীদের মাঝে তিনি বহুল জনপ্রিয়, এখনো।
বেদের হারিয়ে যাওয়া নিয়ে স্বামী বিবেকানন্দের স্বীকারোক্তি
তিনি স্বীকার করেছেন বেদের বেশিরভাগই আর পাওয়া যায় না, নষ্ট হয়ে গেছে।
“…ইহা ছাড়া কিছু নষ্টও হইয়া গিয়াছে,…বেদের বৃহত্তর অংশ এখন আর পাওয়া যায় না…”[2]স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, ৮ম খণ্ড, গীতা প্রসঙ্গ, গীতা-১, পৃ ৪১৭
আন্তর্জাতিকভাবে ব্যবহারের জন্য, ইংরেজি অনুবাদঃ
“Many of them are lost.…The larger portion of the Vedas has disappeared…” [3]Complete Works of Swami Vivekananda/Volume 1/Lectures and Discourses/The Gita I – WikiSource
তথ্যভাণ্ডারের অন্যান্য তথ্য দেখুনঃ
কন্যাকে ১১ বছরের মধ্যে বিয়ে না দিলে পিতা-মাতা-বড় ভাই নরকী – সংবর্ত্তসংহিতা ৬৫-৬৮