খ্রিস্টধর্ম

বাইবেলে নারী অবমাননা

বাইবেলে নারী অবমাননা

পুরুষলিখিত বাইবেলে বিভিন্ন স্থানেই নারীদের প্রতি বৈষম্য এবং অবমাননাপূর্ণ অবস্থান পরিলক্ষিত হয়েছে। আমরা আজকে তারই কয়েকটা দেখতে যাচ্ছি।

১. মহিলাদের চুপ থাকা

সেইভাবে স্ত্রীলোকেরা মণ্ডলীতে চুপ করে থাকুক, কারণ কথা বলবার অনুমতি তাদের দেওয়া হয় নি। মোশির আইন-কানুন যেমন বলে তেমনি তারা বরং বাধ্য হয়ে থাকুক। যদি তারা কিছু জানতে চায় তবে বাড়ীতে তাদের স্বামীকে জিজ্ঞাসা করুক, কারণ মণ্ডলীতে কথা বলা একজন স্ত্রীলোকের পক্ষে লজ্জার বিষয়।[1]১ করিন্থীয় 14:34‭-‬35 SBCL https://bible.com/bible/155/1co.14.34-35.SBCL

২. নারীদের কষ্ট বাড়িয়ে দেওয়ার পরিবর্তে স্বামীকে কর্তৃত্ব দান

তারপর তিনি সেই স্ত্রীলোকটিকে বললেন, “আমি তোমার গর্ভকালীন অবস্থায় তোমার কষ্ট অনেক বাড়িয়ে দেব। তুমি যন্ত্রণার মধ্য দিয়ে সন্তান প্রসব করবে। স্বামীর জন্য তোমার খুব কামনা হবে, আর সে তোমার উপর কর্তৃত্ব করবে।”[2]আদিপুস্তক 3:16 SBCL
https://bible.com/bible/155/gen.3.16.SBCL

৩. ইশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করায় গর্ভবতী নারীদের চিরে ফেলা

শমরিয়ার লোকেরা তাদের ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছে বলে দায়ী হবে। তারা যুদ্ধে মারা পড়বে; তাদের ছোট ছেলেমেয়েদের মাটিতে আছাড় মেরে চুরমার করা হবে এবং তাদের গর্ভবতী স্ত্রীলোকদের পেট চিরে ফেলা হবে।”[3]হোশেয় 13:16 SBCL https://bible.com/bible/155/hos.13.16.SBCL

৪. ‘সকল’ বিষয়েই স্ত্রীরা স্বামীর অধিন

আর মণ্ডলী যেমন খ্রীষ্টের অধীনে আছে তেমনি স্ত্রীরও সব বিষয়ে স্বামীর অধীনে থাকা উচিত।[4]ইফিষীয় 5:24 SBCL https://bible.com/bible/155/eph.5.24.SBCL

৫. নারীরা ‘চুপ থেকে’ শিক্ষালাভ করবে এবং তাদের শিক্ষিকা হওয়ার অধিকার নেই

কথা না বলে এবং সম্পূর্ণভাবে বাধ্য থেকে স্ত্রীলোকেরা শিক্ষালাভ করুক। শিক্ষা দেবার ও পুরুষের উপর কর্তা হবার অনুমতি আমি কোন স্ত্রীলোককে দিই না। তার বরং চুপ করে থাকাই উচিত,[5]১ তীমথিয় 2:11‭-‬12 SBCL https://bible.com/bible/155/1ti.2.11-12.SBCL

৬. নিজের স্বামীকে বাচানোর উপহার=স্ত্রীর দুহাত কেটে ফেলা

“দু’জন লোক মারামারি করবার সময়ে যদি তাদের একজনের স্ত্রী তার স্বামীকে অন্যজনের হাত থেকে রক্ষা করবার উদ্দেশ্যে কাছে গিয়ে অন্য লোকটির পুরুষাংগ চেপে ধরে, তবে তোমরা সেই স্ত্রীলোকের হাত কেটে ফেলবে। তাকে তোমরা কোন দয়া দেখাবে না।[6]দ্বিতীয় বিবরণ 25:11‭-‬12 SBCL https://bible.com/bible/155/deu.25.11-12.SBCL

৭. নারীদের হত্যা ও ধর্ষন 

তাদের চোখের সামনে শিশুদের আছড়ে মারা হবে; তাদের ঘর-বাড়ী লুট করা হবে ও স্ত্রীদের ধর্ষণ করা হবে।[7]যিশাইয় 13:16 SBCL https://bible.com/bible/155/isa.13.16.SBCL

৮. মেয়ে সন্তান জন্ম দিলে দ্বিগুণ সময় অপবিত্র থাকা

“তুমি ইস্রায়েলীয়দের বল, যদি কোন স্ত্রীলোক গর্ভবতী হয় এবং তার ছেলে হয় তবে সে তার মাসিকের সময়ের মতই অশুচি হবে। তার এই অশুচি অবস্থা সাত দিন চলবে। আট দিনের দিন ছেলেটির সুন্নত করাতে হবে। তারপর সেই স্ত্রীলোককে তার রক্তস্রাব থেকে শুচি হবার জন্য তেত্রিশ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার শুচি হওয়ার আগের এই দিনগুলো কেটে না যাওয়া পর্যন্ত সে কোন পবিত্র জিনিস ছুঁতে পারবে না কিম্বা পবিত্র তাম্বু-ঘরের এলাকায় যেতে পারবে না। কিন্তু যদি তার মেয়ে হয় তবে তার মাসিকের সময়ের মতই সে অশুচি হবে, কিন্তু তার এই অশুচি অবস্থা চলবে দু’সপ্তা। তারপর তাকে তার রক্তস্রাব থেকে শুচি হওয়ার জন্য ছেষট্টি দিন অপেক্ষা করতে হবে।[8]লেবীয় পুস্তক 12:2‭-‬5 SBCL https://bible.com/bible/155/lev.12.2-5.SBCL

৯. পুরুষরা মহিলাদের মাথা ছেঁচে দিবে যদি মাথা নাহ ঢাকা থাকে

যদি কোন স্ত্রীলোক মাথা না ঢাকে তবে সে তার চুলও কেটে ফেলুক। কিন্তু স্ত্রীলোকের পক্ষে চুল কেটে ফেলা বা মাথা কামিয়ে ফেলা লজ্জার বিষয় বলে সে তার মাথা ঢেকে রাখুক।[9]১ করিন্থীয় 11:6 SBCL https://bible.com/bible/155/1co.11.6.SBCL

১০. নারীরা অপবিত্র 

এরা সেই লোকেরা, যারা স্ত্রীলোকদের সংগে ব্যভিচার করে নিজেদের অশুচি করে নি। যেখানে মেষ-শিশু যান তারা তাঁর পিছনে পিছনে যায়। ঈশ্বর এবং মেষ-শিশুর কাছে প্রথম ফল হিসাবে উৎসর্গ করবার জন্য লোকদের মধ্য থেকে তাদের কিনে নেওয়া হয়েছিল।[10]প্রকাশিত বাক্য 14:4 SBCL https://bible.com/bible/155/rev.14.4.SBCL

১১. নারীদের মাসিকের সময় তারা যা ধরবে তাই অপবিত্র

“স্ত্রীলোকের নিয়মিত মাসিকের রক্তের দরুন অশুচি অবস্থা সাত দিন ধরে চলবে। এই সময় যে তাকে ছোঁবে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। এই সময়ের মধ্যে সে যেটার উপর শোবে বা বসবে তা সবই অশুচি হবে। যে তার বিছানা ছোঁবে তাকে তার কাপড়-চোপড় ধুয়ে জলে স্নান করে ফেলতে হবে, আর সন্ধ্যা পর্যন্ত সে অশুচি অবস্থায় থাকবে। সেই স্ত্রীলোক যার উপর বসেছে তা যদি কেউ ছোঁয়, তবে তার কাপড়-চোপড় ধুয়ে তাকে জলে স্নান করে ফেলতে হবে, আর সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। তার বিছানা বা আসন যে ছোঁবে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। যদি কোন পুরুষ এই রকম স্ত্রীলোককে নিয়ে শোয় এবং তার মাসিকের রক্ত তার গায়ে লাগে তবে সে সাত দিন পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। এই সাত দিনের মধ্যে সে যে বিছানায় শোবে তা-ও অশুচি হবে। “মাসিক ছাড়াও যদি কোন স্ত্রীলোকের অনেক দিন ধরে রক্তস্রাব হতে থাকে কিম্বা মাসিকের নিয়মিত সময় পার হয়ে যাবার পরেও যদি তার স্রাব হতে থাকে তবে যতদিন ধরে তা চলবে ততদিন পর্যন্ত সে তার মাসিকের সময়ের মতই অশুচি অবস্থায় থাকবে। মাসিকের সময়ে যেমন হয় তেমনি এই স্রাবের সময়েও সে যে বিছানায় শোবে এবং যার উপর বসবে তা অশুচি হবে। যে সেই বিছানা বা আসন ছোঁবে সে-ও অশুচি হবে; তাকে তার কাপড়-চোপড় ধুয়ে জলে স্নান করে ফেলতে হবে, আর সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। তার সেই রক্তস্রাব থেমে যাবার পরেও তাকে গুণে সাতটা দিন কাটাতে হবে এবং ঐ দিনেই সে শুচি হবে। আট দিনের দিন তাকে দু’টা ঘুঘু না হয় দু’টা কবুতর নিয়ে মিলন-তাম্বুর দরজার সামনে পুরোহিতের কাছে যেতে হবে। পুরোহিত সেই দু’টার একটা দিয়ে পাপ-উৎসর্গের এবং অন্যটা দিয়ে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করবে। এইভাবে পুরোহিত সদাপ্রভুর সামনে তার রক্তস্রাবের অশুচিতা ঢাকা দেবার ব্যবস্থা করবে।”[11]লেবীয় পুস্তক 15:19‭-‬30 SBCL https://bible.com/bible/155/lev.15.19-30.SBCL

১২. বাবারা তাদের মেয়েদেরকে দাসী হিসেবে বিক্রি করতে পারবে

“যদি কেউ তার মেয়েকে দাসী হিসাবে বিক্রি করে তবে দাসের মত করে সেই দাসীকে ছেড়ে দেওয়া চলবে না। কিন্তু যে মনিব তাকে নিজের জন্য পছন্দ করে নিয়েছে সে যদি তার উপর খুশী হতে না পারে তবে টাকার বদলে তাকে ছেড়ে দিতে হবে। অন্য জাতির কোন লোকের কাছে তাকে বিক্রি করা চলবে না, কারণ তার প্রতি মনিব তার কর্তব্য করে নি।[12]যাত্রাপুস্তক 21:7‭-‬8 SBCL https://bible.com/bible/155/exo.21.7-8.SBCL

১৩. নারীরা সাঁজতে পারবেনা

আমি এটাও চাই যেন স্ত্রীলোকেরা ভদ্রভাবে ও ভাল বিচারবুদ্ধি ব্যবহার করে উপযুক্ত কাপড়-চোপড় পরে। তারা যেন নানা রকমে চুলের বেনী বেঁধে, সোনা ও মুক্তার গয়না পরে আর দামী দামী কাপড়-চোপড় দিয়ে নিজেদের না সাজায়।[13]১ তীমথিয় 2:9 SBCL https://bible.com/bible/155/1ti.2.9.SBCL

১৫. বিধবা নারী শুধু তার স্বামীর ভাই এর সাথে বিয়ে করতে পারবে

“ভাইয়েরা এক পরিবার হয়ে বাস করবার সময়ে যদি এক ভাই ছেলে না রেখে মারা যায়, তবে তার বিধবা স্ত্রী পরিবারের বাইরে আর কাউকে বিয়ে করতে পারবে না। তার স্বামীর ভাই তাকে বিয়ে করবে এবং তার প্রতি স্বামীর ভাইয়ের যে কর্তব্য তা পালন করবে।[14]দ্বিতীয় বিবরণ 25:5 SBCL https://bible.com/bible/155/deu.25.5.SBCL

Faith and Theology (faith-and-theology.com)

Read More…
ঈশ্বরের অনুতাপ - আদিপুস্তক ৬:৬, ১ শমুয়েল ১৫:১১,৩৫

Footnotes

Footnotes
1 ১ করিন্থীয় 14:34‭-‬35 SBCL https://bible.com/bible/155/1co.14.34-35.SBCL
2 আদিপুস্তক 3:16 SBCL
https://bible.com/bible/155/gen.3.16.SBCL
3 হোশেয় 13:16 SBCL https://bible.com/bible/155/hos.13.16.SBCL
4 ইফিষীয় 5:24 SBCL https://bible.com/bible/155/eph.5.24.SBCL
5 ১ তীমথিয় 2:11‭-‬12 SBCL https://bible.com/bible/155/1ti.2.11-12.SBCL
6 দ্বিতীয় বিবরণ 25:11‭-‬12 SBCL https://bible.com/bible/155/deu.25.11-12.SBCL
7 যিশাইয় 13:16 SBCL https://bible.com/bible/155/isa.13.16.SBCL
8 লেবীয় পুস্তক 12:2‭-‬5 SBCL https://bible.com/bible/155/lev.12.2-5.SBCL
9 ১ করিন্থীয় 11:6 SBCL https://bible.com/bible/155/1co.11.6.SBCL
10 প্রকাশিত বাক্য 14:4 SBCL https://bible.com/bible/155/rev.14.4.SBCL
11 লেবীয় পুস্তক 15:19‭-‬30 SBCL https://bible.com/bible/155/lev.15.19-30.SBCL
12 যাত্রাপুস্তক 21:7‭-‬8 SBCL https://bible.com/bible/155/exo.21.7-8.SBCL
13 ১ তীমথিয় 2:9 SBCL https://bible.com/bible/155/1ti.2.9.SBCL
14 দ্বিতীয় বিবরণ 25:5 SBCL https://bible.com/bible/155/deu.25.5.SBCL
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
FromMuslims We would like to show you notifications for the latest updates.
Dismiss
Allow Notifications