খ্রিস্টধর্ম

বাইবেলে কৌশলে কুমারী মেয়ে ধর্ষণের অনুমোদন

মনে করুন আপনার কোনো এক মেয়েকে পছন্দ হলো। তাকে বিয়ে করতে চান। কিন্তু সে রাজি নয়। এখন আপনি কী করতে পারেন?

তবে আপনি যদি খ্রিস্টধর্মের অনুসারী হোন, আর আপনার কাছে যদি আধা কেজি রূপো থাকে[1]আধা কেজি রূপোর বাংলাদেশে বর্তমান মূল্য ৬৬ হাজার টাকা, তবে বাইবেললেখকদের সময় এর মূল্য অনেক কম ছিলো তা বলাই বাহুল্য তাহলে আপনি সেই মেয়েকে ধর্ষণ করতে পারবেন। যদি ধরা পড়েন তবে আপনাকে শুধু সেই মেয়ের বাবাকে আধা কেজি রূপো দিতে হবে, আর সেই মেয়েকে বিবাহ করতে হবে (আপনি তো সেটাই চান)।

হ্যা, ঠিক এই জিনিসেরই অনুমোদন আছে বাইবেলেঃ

“বিয়ে ঠিক হয় নি এমন কোন কুমারী মেয়েকে পেয়ে যদি কেউ জোর করে তার সংগে শোয় আর যদি তারা ধরা পড়ে, তবে লোকটিকে মেয়ের বাবাকে আধা কেজি রূপা দিতে হবে। মেয়েটিকে নষ্ট করেছে বলে তাকে তার বিয়ে করতে হবে। সে জীবনে কখনও তাকে ছেড়ে দিতে পারবে না।[2]দ্বিতীয় বিবরণ 22:28‭-‬29 SBCL https://bible.com/bible/155/deu.22.28-29.SBCL

তবে অন্য উপায়েও, মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে আনতে পারেন। সেক্ষেত্রে মেয়ের বাবা না চাইলে আবার বিয়ে নাও হতে পারে, শুধু বিয়ের পণ দিলেই হবে আপনাকেঃ

“কারও সংগে বিয়ের সম্বন্ধ হয় নি এমন কোন কুমারী মেয়েকে যদি কেউ ভুলিয়ে এনে তার সংগে ব্যভিচার করে, তবে সেই লোকটাকে তার বিয়ের পণ দিতে হবে এবং মেয়েটা তার স্ত্রী হবে। যদি মেয়েটির বাবা কিছুতেই তার কাছে মেয়ে দিতে রাজী না হয় তা হলেও তাকে এই বিয়ের পণ দিতে হবে।[3]যাত্রাপুস্তক 22:16‭-‬17 SBCL https://bible.com/bible/155/exo.22.16-17.SBCL

কিন্তু, এই কথিত ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’ নামক ব্যভিচারের শাস্তি কিন্তু এই মেয়েটা পেলো না!

    Footnotes

    Footnotes
    1আধা কেজি রূপোর বাংলাদেশে বর্তমান মূল্য ৬৬ হাজার টাকা, তবে বাইবেললেখকদের সময় এর মূল্য অনেক কম ছিলো তা বলাই বাহুল্য
    2দ্বিতীয় বিবরণ 22:28‭-‬29 SBCL https://bible.com/bible/155/deu.22.28-29.SBCL
    3যাত্রাপুস্তক 22:16‭-‬17 SBCL https://bible.com/bible/155/exo.22.16-17.SBCL

    সেইন্ট পাগৌল

    পিতা=পুত্র=পবিত্র আত্মা! পুত্র জন্ম নিয়েছে পিতার থেকে, পিতা কার থেকে? (যেহেতু পিতা=পুত্র)
    1 1 vote
    Article Rating
    Subscribe
    Notify of
    guest
    0 Comments
    Inline Feedbacks
    View all comments
    Back to top button
    FromMuslims We would like to show you notifications for the latest updates.
    Dismiss
    Allow Notifications