হিন্দুধর্ম
কন্যাকে ঋতুর আগে বিয়ে না দেওয়া ভ্রুণহত্যার সমতুল্য – ব্যাসসংহিতা ২:৬
হিন্দুদের অন্যতম আইনশাস্ত্র ব্যাসসংহিতা অনুসারে কন্যাকে ঋতুবতী হওয়ার আগেই বিয়ে দিয়ে দিতে হবে। কন্যা যদি অবিবাহিতাবস্থায় ঋতুবতী হয়ে যায় তাহলে তা ভ্রূণহত্যার মতো পাপঃ
যদ্যপি কন্যা দাতার অনবধানতা বশতঃ অবিবাহিতাবস্থায় ঋতুমতী হয়, তাহা হইলে ভ্রূণহত্যার পাতক হয়। ঋতুকালের পূর্ব্বে যে ব্যক্তি কন্যাদান না করে, সে পতিত হয়।[1]ব্যাসসংহিতা ২:৬-৭, ঊনবিংশতি সংহিতা, অনুবাদ শ্রী পঞ্চানন তর্করত্ন, পৃ ৩৯৩
তাদের অন্য গ্রন্থেও সমরূপ বর্ণনা এসেছে। [2]১২ এর আগে কন্যাকে বিয়ে না দেওয়া কন্যার ঋতুস্রাব খাওয়ার সমান – পরাশরসংহিতা
আমাদের তথ্যভাণ্ডার নিরপেক্ষভাবে ব্যবহার করুন, আরো তথ্য দিয়ে সমৃদ্ধ করুন।
Footnotes
⇧1 | ব্যাসসংহিতা ২:৬-৭, ঊনবিংশতি সংহিতা, অনুবাদ শ্রী পঞ্চানন তর্করত্ন, পৃ ৩৯৩ |
---|---|
⇧2 | ১২ এর আগে কন্যাকে বিয়ে না দেওয়া কন্যার ঋতুস্রাব খাওয়ার সমান – পরাশরসংহিতা |